অথেনটিক মোবাইল এক্সোসরিজ নিয়ে দেশের বাজারে আনুষ্ঠানিক যাত্রা শুরু করল ফোরফ্রন্ট ইলেকট্রনিক্স লিঃ এর অথেনটিকা ব্র্যান্ড।
বৃহস্পতিবার (৬ জানুয়ারি) রাজধানীর আমারি ঢাকা হোটেলে আনুষ্ঠানিকভাবে অথেকটিকা ব্র্যান্ডের যাত্রা শুরুর ঘোষণা দেন ফোরফ্রন্ট ইলেকট্রনিক্স লিঃ এর ফাউন্ডার এবং এম.ডি এস.এম আলম শোভন।
ফোরফ্রন্ট ইলেকট্রনিক্স লিঃ এর ডিরেক্টর সেলস্ মাহমুদুল হাসান হেলাল জানান, মোবাইল এক্সেসরিজ বাজারে অথেনটিক প্রোডাক্টের নিশ্চয়তা নিয়েই আমাদের এই অথেনটিকার যাত্রা শুরু হয়েছে। আমাদের পরিকল্পনা রয়েছে খুব শিগগিরই ঢাকাসহ সারা দেশে আমাদের কয়েকটি ব্র্যান্ডশপ স্থাপন করার এবং ইতিমধ্যে আমরা প্রায় সবগুলো জেলা ও থানা পর্যায়ে আমাদের ফোরফ্রন্ট ইলেকট্রনিক্স লিঃ এর ডিস্ট্রিবিউটর দেওয়া হয়েছে যারা আমাদের সাথে বিজনেস পার্টনার হিসেবে কাজ করবেন।
তিনি আরো বলেন, বাজারে মধ্যম সারি বা মিডরেঞ্জ ধরার লক্ষ্যে আমরা এনোভা নামেইও একটি ব্যান্ড শুরু করবো বলে আশা করছি এবং আমরা বাংলাদেশের বাজার ভালো একটা অবস্থান দখলের ব্যাপারেও আশাবাদী।